আনোয়ারায় জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ৩

আনোয়ারা প্রতিনিধি >>> 
আনোয়ারা উপজেলায় জমির বিরোধের জেরে দু’পক্ষের মারামারিতে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সন্ধায় উপজেলার বটতলী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে ঘটনা ঘটে। এই ঘটনায় আরো তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (বয়স আনুমানিক ৩৬)। স্থানীয়রা জানান, জমি-জমা নিয়ে বিরোধের জেরে রাস্তার ধারে একটি গর্ত খোড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের মধ্যে পাথর ছুঁড়াছুঁড়ি হয়েছিলো।
বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, ‘শুনেছি জমি নিয়ে বিরোধ চলছিল মরিয়ম বেগম গং ও আব্দুর রাজ্জাকদের মধ্যে। সন্ধ্যায় সীমানায় কাজ করতে গেলে একে অপরকে বাধা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি হয়। কেউ মারা গেছে কিনা এখনো খবর পাইনি। তবে আহতদের মেডিকেলে নিয়ে গেছে শুনেছি’।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ‘জমি সংক্রান্ত বিরোধে এলাকায় মারামারি হলে বেশ কয়েকজন আহত হওয়ছেন বলে শুনেছি। তাদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। ঘটনায় জড়িত মরিয়ম বেগম আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিতে গেলে পুলিশের হাতে আটক হন। প্রাথমিকভাবে মরিয়ম মারামারিতে একজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে মরিয়ম’। আমরা নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ডিসি/এসআইকে/এমএম