আনোয়ারায় অগ্নিকান্ডে ৮ বসত ঘর ছাই

আনোয়ারা প্রতিনিধি >>>
আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৮ বসত ঘর পুড়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকায় সানাউল্লাহ’র বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকায় সানাউল্লাহ’র বাড়িতে আগুন লাগে। এতে নুরুল আলম (৩৫), কাইসার (৪৩), করিম (৩৫), বশিরুজ্জামান (৩৫), মামুন (৪০), আবছার (৬০), জামাল (৬৫), কামাল (৭০) এর বসতঘর পুড়ে যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মামুন বলেন, আগুনে পুড়ে আমাদের ৮ পরিবারের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়। আমরা সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দোলন মিত্র জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিসি/এসআইকে/জেএ