বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের চেক বিতরণ

মু. মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধি >>>
চট্টগ্রাম বনবিভাগের আওতাধীন দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার তিনটি ইউনিয়নের বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।  পুকুরিয়া ইউনিয়ন ও সাধনপুর বানীগ্রাম ইউনিয়নে বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণের এই চেক বিতরণ করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উত্তর বনবিভাগের কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।  এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপির চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, বাহারচড়া ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম, বৈলছড়ি ইউপির চেয়ারম্যান কপিল উদ্দীন, জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ উপস্থিত ছিলেন।  এসময় বন্য হাতির আক্রমণে নিহত ও আহত ৩০ পরিবারের সদস্যদের মাঝে মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় বন কর্মকর্তারা হাতি বা বন্য প্রাণী চলাচলের রাস্তায় বসতি স্থাপন না করার আহবান জানিয়ে বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ডুকে পড়ে বাড়ি ঘরে হামলা চালায়।  বন্যপ্রাণীর চলাচল রাস্তা যেন কোনোভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।

ডিসি/এসআইকে/এমএমবিটি