বাঁশখালীর সাবেক এমপি শাহ-ই জাহান চৌধুরীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

মু. মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধি >>>
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে নির্বাচিত সর্বপ্রথম সংসদ সদস্য, চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ-ই-জাহান চৌধুরী (৭৪) মৃত্যুবরণ করেছেন।  মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী রেখে মারা যান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দীন সাকিব জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন সাবেক সংসদ সদস্য শাহ-ই জাহান চৌধুরী।  ডায়াবেটিস ও কিডনির জটিলতাও তার ছিল।  তার বয়স হয়েছিল ৭৪ বছর।  প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ১৯৭৩ সালে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাবেক শাহ-ই জাহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডিসি/এসআইকে/এমএমবিটি