বাঁশখালী পৌরসভার মেয়রসহ ১২ কাউন্সিলর শপথ নিলেন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠন করান।  পৌর মেয়র অ্যাড. এসএম তোফাইল বিন হোছাইন ছাড়াও ১২ জন কাউন্সিলর পৃথকভাবে শপথ নেন।
এই ১২ কাউন্সিলর হলেন আনছুর আলী তালুকদার, কাঞ্চন কুমার বড়ুয়া, জমশেদ আলম, আরিফ মঈনুদ্দিন, মো. ইছহাক, মো. আকতার হোসেন, আব্দুল গফুর, প্রণব কুমার দাশ, বদিউল আলম, রোজিয়া সুলতানা, রোজিনা আক্তার, ছাদেকানুর খান বিউটি।
শপথপাঠ করানো শেষে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেন, এলাকার আইনশৃঙ্খলা যত ভালো হবে অর্থনীতিরও গতিশীলতা বাড়বে।  মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে আপনাদের।  পৌর কমিটিগুলো চাঙা রাখতে হবে।  স্থায়ী কমিটির নিয়মিত সভা করতে হবে।  পৌরসভা শালিসি বোর্ড কিংবা আদালত চালু রাখলে মানুষ ন্যায় বিচার পাবে।  বৃক্ষরোপণ করতে হবে, ফলের গাছ লাগাতে হবে।  শিশুদের স্কুল পাঠানো ও বাল্যবিবাহরোধে কাজ করতে হবে।  নিজস্ব আয় বাড়াতে পৌরসভায় নানা উদ্যোগ নিতে হবে।  জনগণ যাতে ভালো থাকে তার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ আপনারা নেবেন বলে আমি প্রত্যাশা করি।
অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্নস্তরের কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/আরএআর