বোয়ালখালীতে পাঁচ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী প্রতিনিধি >>>
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মনসার টেক থেকে কালুরঘাট এলাকার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩ শতাধিক একর জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।  এসময় দেওয়া হয়েছে ৫ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা ভেঙে দেয়া হয়।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়, শেষ হয় বিকেলে।
বৃষ্টি উপেক্ষা করে মনসার টেক-কালুরঘাট আ মহাসড়কের পাশে বোয়ালখালী উপজেলা মিলিটারি পুল এলাকা থেকে কালুরঘাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।  মনসার টেক-কালুরঘাট মহাসড়কের দু’পাশে বুলডোজার দিয়ে এসব কাঁচা ও পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  উপড়ে ফেলা হয়েছে লোহার খুঁটি।  এসব স্থাপনা ও দোকানের মালিক ভেঙে ফেলা ঘরের ইট, কাঠ, লোহার রড, টিনসহ বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে নিতে দেখা গেছে।  কয়েক ‘শ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে এ উচ্ছেদ অভিযান দেখেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বোয়ালখালীর এলাকায় মিলিটারি পুল-কালুরঘাট সড়কের দু’পাশে অবৈধভাবে সওজের জায়গা দখল করে অনেকে দোকান, কমিউনিটি সেন্টার, শিল্প প্রতিষ্ঠান, ছোটবড় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন।  অনেকে দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছেন।  এসব দখলদারকে সওজ ও বোয়ালখালী উপজেলা প্রশাসন পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।  কিন্তু বিজ্ঞপ্তির প্রতি কেউই গুরুত্ব দেননি।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য দুই সপ্তাহ আগে থেকেই অবৈধ স্থাপনার মালিকদের গণবিজ্ঞপ্তিসহ মাইকিং করা হয়।  কিন্তু কেউই জায়গা ছাড়তে চাননি।  ফলে বৃহস্পতিবার থেকে সওজ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।  এতে পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ দখল থেকে প্রায় তিন শতাধিক একর জায়গা উদ্ধার করা হয়েছে।  বর্তমানে এই জায়গার বাজারমূল্য প্রায় শত কোটি টাকা।  উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী, সড়ক ও জনপথ এর পটিয়া উপবিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলী এর উপ সহকারী প্রকৌশলী টোয়াইন চাকমা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসআই নেছার প্রমুখ।  এছাড়াও অবৈধ স্থাপনা সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনের সদস্যরা।
উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন অভিযানে প্রায় ৫ শতাধিক দোকান, কমিউনিটি সেন্টার, শিল্প প্রতিষ্ঠান এর বর্ধিত অংশ উচ্ছেদ করা হয় মিলিটারি পোল এলাকা থেকে কালুরঘাট সেতুর পূর্ব পাড় পর্যন্ত।  দিনব্যাপী এই অভিযানে মিলিটারি পোল, শাকপুরা বাজার, ফুলতল বাজার, পেতন আউলিয়ার গেট, কালুরঘাট বাজার সংলগ্ন প্রায় ৩ শতাধিক একর সড়ক ও জনপথ বিভাগের ভূমি উদ্ধার করা হয়।
বোয়ালখালী উপজেলার ইউএনও আছিয়া খাতুন বলেন, যারা দখলদার ছিল তাদের দু’সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছিল।  আজকে আমরা উচ্ছেদ করবো সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে ছিল এবং পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল সরে যাওয়ার জন্য কিন্তু সরে নাই।  তাই উচ্ছেদ অভিযান করে দখলমুক্ত করা হয়েছে।  মিলিটারি পুল থেকে কালুরঘাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর পটিয়া উপবিভাগের উপ সহকারী প্রকৌশলী টোয়াইন চাকমা বলেন, ‘আমরা অনেকবার দখলদারদের জায়গা ছাড়ার জন্য নোটিশ দিয়েছি।  কিন্তু কেউ শোনেনি। পরে মাইকিং করা হয়েছে।  এরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমজে