যথাযোগ্য মর্যাদায় বোয়ালখালীতে বিজয় দিবস উদযাপিত

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী প্রতিনিধি >>>
শ্রদ্ধা আর ভালোবাসায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে জাতি।  মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।  বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।  এসব আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসধারণের জন্য।
মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বোয়ালখালী প্রেস ক্লাব, চ্যানেল বোয়ালখালী, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে।  ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়।  প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের সর্ব প্রান্তে।   সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল ইত্যাদি সুমধুর গানে।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।  কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে এ বছর বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি।  তবে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিসি/এসআইকে/এমজে