চন্দনাইশে সরকারি কম্বল গ্রহণ করেননি মুক্তিযোদ্ধারা

চন্দনাইশে সরকারি কম্বল বিতরণ করেন নজরুল ইসলাম এমপি।

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। উপজেলার ২টি পৌরসভা, ৮টি ইউনিয়নের ২ লক্ষাধিক বাসিন্দার মাছে হত-দরিদ্রদের জন্য ৫ হাজার পিস কম্বল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরণ করা হয়। সরকারিভাবে বরাদ্দকৃত এসব কম্বল বিতরণ করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, নুরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুবুল আলম আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে শতাধিক মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সরকারি কম্বলগুলো পছন্দ না হওয়ায় আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা কম্বল না নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এব্যাপারে মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু দৈনিক চট্টগ্রাম ডটনেটকে বলেছেন, বিতরণকৃত কম্বলগুলো নি¤œমানের এবং কম দামী হওয়ায় মুক্তিযোদ্ধারা কম্বল গ্রহণ না করে চলে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা বলেন, সরকারের দেয়া কম্বলসমূহ মুক্তিযোদ্ধাদের পছন্দ না হওয়ায় তারা কম্বল গ্রহণ না করে চলে যাওয়ার কথা সত্য। চন্দনাইশের জন্য সরকারিভাবে ৫ হাজার কম্বল দেয়া হয়েছে এবং সে কম্বলগুলো থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটি অংশ বিতরণের জন্য ব্যবস্থা নেয়া হয়েছিল।

চন্দনাইশে সরকারি কম্বল বিতরণ করেন নজরুল ইসলাম এমপি।