চন্দনাইশে তুচ্ছ ঘটনায় নারীসহ আহত ৯

চন্দনাইশ প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে নুর মোহাম্মদ (৭৫) নামের এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার ছৈয়দাবাদ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল মোতালেবের ছেলে আবদুল মালেক (৩২), দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় মৃত লিয়াকত আলীর ছেলে রহিম উদ্দিন (৪৩), চৌধুরী পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে নুর মোহাম্মদ (৭৫) গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বরমা মাইগাতা এলাকায় প্রতিপক্ষের হামলায় হাবিবুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (২৫), আবদুল মন্নানের ছেলে ইমরান খান (২২) এবং পৌরসভার হারলা নয়াহাট সংলগ্ন এলাকায় জায়গা-জমির বিরোধের জের ধরে সংঘর্ষে খোরশেদ আলমের স্ত্রী পারভিন আক্তার (৩২), আবদুর রহিমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪৫), মো. মূছার স্ত্রী নিলু আক্তার (৩০), মৃত আলী আহমদের মেয়ে জান্নাতুল মোকাদ্দেস (২৬) আহত হয়। আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে নুর মোহাম্মদ (৭৫) কে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জান্নাতুল মোকাদ্দেস বাদি হয়ে ৮ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলার সূত্র ধরে পুলিশ ফোরক আহমদের ছেলে মামুনুল ইসলাম (৩০) কে আটক করেছে বলে সর্বশেষ তথ্য পাওয়া গেছে।

ডিসি/এসআইকে/আক