চন্দনাইশে নারীসহ গ্রেফতার ১০

চন্দনাইশ প্রতিনিধি >>>
চন্দনাইশ থানা পুলিশ বিভিন্ন মামলায় নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে। গত ৮ ও ৯ জানুয়ারি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জানা গেছে, ৯ জানুয়ারি দুপুর ১১ টার দিকে উপজেলার হাশিমপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যমানের একটি গরুর বাছুর চুরি করে সিএনজি অটোরিকশাযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চোরের দলকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়। এ ঘটনায় ধৃতরা হলো আনোয়ারা উপজেলার ছত্তারহাট এলাকার মনজুর আলমের পালিত ছেলে মো. এমরান প্রকাশ আরমান (২৭), জোনায়েদ প্রকাশ সুমন (২৪) এবং দিনাজপুর জেলার কোতোয়ালী থানার সৈয়দপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাইদুর রহমান (৪৮), মনজুর আলেমের মেয়ে রুজি আকতার (২১) ও মহেশখালী এলাকার মো. রুবেলের স্ত্রী ডেইজী আকতার (২৯)। তাদের মধ্যে গণপিটুনিতে আহত ৩ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গরুর মালিক মো. বাছেত বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত ২ নারীকে আদালতে প্রেরণ করেছে।
এদিকে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে বান্দরবানের লামা উপজেলার বাইন্নাছড়া (নয়াপাড়া বুড়ির দোকান এলাকার মো. ইউনুচের ছেলে মো. আইয়ুব (১৯) ও রাঙ্গুনীয়া উপজেলার পশ্চিম পোমরা নবাবিপাড়া এলাকার জহির আহমদের ছেলে সাজ্জাদ হোসাইন (১৯) কে ৪০১ পিস ইয়াবাসহ আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এছাড়া গত ৮ জানুয়ারি রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী নুরুচ্ছফার ছেলে সাজাপ্রাপ্ত আসামি আবদুল মুবিন (৫৫), নিয়মিত মামলায় গাছবাড়িয়া সিকদারপাড়ার কাঞ্চন মিয়ার ছেলে হাসান মুরাদ (২৮) এবং দক্ষিণ গাছবাড়িয়া সাহিত্যিকপাড়ার নাজিম উদ্দীনের ছেলে সাখাওয়াত হোসেন নয়ন (২৩)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিসি/এসআইকে/ইরে