বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তির >>>
১৮৮৩ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশের বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ হ ম সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের সেক্রেটারি মাহমুদ বিন কাসেম, প্রাক্তন প্রধান শিক্ষক তুষার কান্তি বিশ্বাস, হাছনদ-ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দীন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর মেম্বার, সাবেক এসএমসি সদস্য আনোয়ারুল ইসলাম, চেমন আরা খানম, মোজাম্মেল হক তালুকদার, নারী নেত্রী সুজিতা তালুকদার, যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সরওয়ার কামাল, ছাত্রলীগ নেতা আসহাব উদ্দীন হিরো, সমাজসেবক হাজী নুরুল আমিন, বোরহান উদ্দীন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক সমীরন দাশ ও মো. নুরুল হোসেন।
অতিথিরা বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি একই সূত্রে গাঁথা। মানসম্মত শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই কালোপযোগী বিদ্যা অর্জন করতে হবে। নিজেদের মানবসম্পদ ও জন্মভূমিকে উন্নত জাতিতে পরিণত করতে শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। অচিরেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ জাতিতে পরিণত হবে।

ডিসি/এসআইকে/এসজেপি