চন্দনাইশে বিশেষ অভিযান : ৪৮৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭, ট্রাক জব্দ

চন্দনাইশ প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। গত ২৯ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, ইয়াবা পাচারের সংবাদ পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাতে উপজেলার পাঠানীপুল এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাকে (ঢাকা মেট্রো- ট- ২২-৬২৭৪) তল্লাশি চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ট্রাক চালক মৌলভীবাজার জেলার রাজনগর থানার হামিদপুর গ্রামের মিনার উদ্দীনের ছেলে মো. নয়ন মিয়া (৩০) কে গ্রেপ্তার করে। ইয়াবা পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করে পুলিশ। একই রাতে পুলিশ দোহাজারী পৌরসদরস্থ হাজারী টাওয়ারের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ অপর ইয়াবা পাচারকারী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মৃত শাহজাহান আলী মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩০) কে আটক করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে পুলিশের নিয়মিত মামলায় ৩ জনকে আটক করা হয়। তারা হলেন পটিয়ার শোভনদন্ডি এলাকার আবুল হোসেনের ছেলে মো. মারুফ (২০), ধোপাছড়ির কামারপাড়ার মো. আলী আকবরের ছেলে মো. হেলাল প্রকাশ হেলা এবং দক্ষিণ জোয়ারা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া প্রকাশ কসাই ফরিদ (৪৮)। এছাড়াও মাদক সেবন করার অপরাধে ২ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলো বৈলতলী ইউনিয়নের শাহ আলমের ছেলে মো. করিম উদ্দীন, একই এলাকার জাগির আহমদের ছেলে মো. জাহাঙ্গীর আলম।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী এই তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজরে প্রেরণ করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমইউ