ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
কোভিট-১৯ (করোনা ভাইরাস) নামের অদৃশ্য এক ভাইরাসে অসহায় হয়ে পড়েছে পুরো বিশ্ব।  দিনকেদিন বাংলাদেশের পরিস্থিতিও যাচ্ছে অবনতির দিকে।  এমতাবস্থায় বন্ধ হয়ে গেছে মানুষের একমাত্র উপার্জনের উৎস।  নেই পরিবারের একমাত্র উপার্জন দাতার উপার্জনও।  এমন পরিস্থিতিতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
তারা গতকাল শুক্রবার (৬ জুন) ৮০টি পরিবারের মাঝে বিতরণ করেছে খাদ্য সামগ্রী।  এর আগেও রমজান মাসে ৩০টি পরিবারের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছিল শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে।  এমন মানবিক কাজে এগিয়ে আসার ব্যাপারে জানতে চাইলে প্রাক্তন শিক্ষার্থীরা জানান, দেশের এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবতার সেবায় আমরা এগিয়ে আসার চেষ্টা করেছি।  ভবিষ্যতেও আমরা দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করছি।
তাদের এমন কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান ইমাম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমার শিক্ষার্থীদের এমন মানবিক কাজে আমি খুব খুশি।  এটা গর্ব করার মতো।
খাদ্য সামগ্রী বিতরণকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইরফানুল আলম, কামরুল, মাবুদ, তৌহিদ, এমদাদ, ইমন, ওসমান, আজিজ, শাকিল, শাহেদ, জাবের, ইমন, আরফাত, জয়নাল, ইকরাম, বাবু, রিয়াজ, শিহাব, সজিব প্রমুখ।

ডিসি/এসআইকে/এমজেইউ