করোনাকালে ভূজপুর ফাউন্ডেশনের নানান কর্মসূচি

ফটিকছড়ি প্রতিনিধি >>>
চলমান করোনা সংকটকালে সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নানান কর্মসূচি বাস্তবায়ন করছে ভূজপুরের সামাজিক সেবামূলক সংগঠন ভূজপুর ফাউন্ডেশন।  সংগঠনের সূচনালগ্ন থেকে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস দেখা দেয়।  তাই সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম শুরু হয় করোনা মোকাবেলা ও সংকটকালে কষ্টে পড়া মানুষের দুর্ভোগ লাঘবে।  ভূজপুরের বিভিন্ন এলাকায় তারা বেশ কয়েকবার ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেন।  গত পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী ও ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।  একইসাথে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানও বিতরণ করে এই সংগঠন।
ভূজপুরের বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে ভূজপুর ফাউন্ডেশন কাজ করছে নিরলসভাবে।  করোনাকালীন সময়ে যেখানে মানুষ আপনজনকে ছেড়ে যাচ্ছে, সেখানে ভূজপুর ফাউন্ডেশন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সেবা দান ও মৃত ব্যক্তির কাফন-দাফনের জন্য গঠন করেছে বিশেষ টীম।  মানবতার সব কাজেই এগিয়ে থাকা এই সংগঠন এবার উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ছিটিয়েছে জীবানুনাশক ঔষধ।
আজ শনিবার (২৭ জুন) সংগঠন গঠিত টিমের সদস্যরা কাজিরহাট বাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে জীবানুনাশক স্প্রে করে।  তাদের এমন মানবিক কাজকে এলাকাবাসী সাধুবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিসি/এসআইকে/এমজেইউ