করোনা জয় করলেন ফটিকছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান

ফটিকছড়ি প্রতিনিধি >>>
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা মহামারির কবলে বাংলাদেশ।  লক্ষের কোটা ছাড়িয়ে গেছে অনেক আগেই।  সাধারণ মানুষ নিজ ইচ্ছায় জীবনের মায়ায় পড়ে হলেও ঘরে থাকার সুযোগ থাকলেও যারা জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন তাদের কি আছে সে সুযোগ?  না।  জীবনের মায়া ত্যাগ করেও ডাক্তার, পুলিশ, নার্স, সংবাদকর্মী, জনপ্রতিনিধিরা করোনা মহামারির এমন সময়েও নিজ দায়িত্ব পালনে তারা রয়েছেন সক্রিয়।  আর এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন।  আবার অনেকে প্রাণ হারাচ্ছেন।  দায়িত্ব পালন করতে গিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীনও হয়েছিলেন করোনায় আক্রান্ত।
গত ২৭ জুন তিনি কোভিট টেস্ট করালে ২৮ জুন তার করোনা পজিটিভ আসে।  পরে তিনি ১২ দিন বাসায় হোম কোয়ারেন্টিনে থাকার পর গত ৯ জুলাই টেস্ট করানোর পর ১০ জুলাই (শুক্রবার) তার করোনা নেগেটিভ আসে।  বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন।  তবে, তার কোনো উপসর্গ ছিলনা বলে জানিয়েছেন তিনি।

ডিসি/এসআইকে/এমজেইউ