ফটিকছড়িতে দরিদ্রদের ঘর করে দিচ্ছে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন

‘মুজিববর্ষের অঙ্গিকার, দরিদ্রদের ঘর উপহার’ স্লোগানকে সামনে রেখে ফটিকছড়ির অস্বচ্ছল, শারিরীকভাবে অক্ষম ও দরিদ্রদের সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন।
ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের গুলদার বাড়ির কর্ম-অক্ষম জাহাঙ্গীর আলমকে ঘর নির্মাণ করে দিয়ে এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।
গত ২০ জুলাই বিকালে সুবিধাভোগীর মাঝে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ঘরটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজের পক্ষে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন।  এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তির

ডিসি/এসআইকে/এমজেইউ