ফটিকছড়িতে কোভিড- ১৯ হাসপাতালে ইসিজি মেশিন ও নগদ টাকা অনুদান

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে স্থাপিত হচ্ছে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল। মানবিকতায় ফটিকছড়িবাসীর স্বপ্ন পূরণ হওয়ার দিনক্ষণ এগিয়ে আসছে। আগামি ২৭ জুলাই উদ্বোধন হতে চলেছে ফটিকছড়ি কোভিড- ১৯ বিশেষায়িত হাসপাতালটি। আগস্ট মাসের শুরুর দিকে শুরু হবে ভর্তি কার্যক্রম।
শীততাপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক মানসম্পন্ন হাসপাতালটি গড়ার জন্য এগিয়ে এসেছেন শিল্পপতি, রাজনীতিবীদ, বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠন, শিক্ষার্থীসহ ছোট-বড় সকলেই। তারই ধারাবাহিকতায় এবার লাখ টাকা দামের ইসিজি মেশিন অনুদান দিয়েছে ফটিকছড়ি ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এছাড়াও নগদ ৫১ হাজার ১১১ টাকা অনুদান প্রদান করেছে ভূজপুর প্রবাসী যুব সংস্থা।

ভূজপুর প্রবাসী যুব সংস্থা’র পক্ষে নগদ অনুদান তুলে দেয়ার সময় নেতৃবৃন্দ।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের কাছে পৃথক সময়ে ইসিজি মেশিন ও নগদ অনুদান হস্তান্তর করেন ফটিকছড়ি ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এবং ভূজপুর প্রবাসী যুব সংস্থা’র প্রতিনিধিবৃন্দ। এসময় ফটিকছড়ি ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ২০০৭ ব্যাচের কামরুল হাসান ও রাশেদ, ২০০৮ ব্যাচের তারেক আজিজ, ২০০৯ ব্যাচের এমদাদ, ২০১২ ব্যাচের ইমন, ২০১৪ ব্যাচের জয়নাল ও ইকরাম, ২০১৭ ব্যাচের রিয়াজ মুন্না, শিহাব ও এমরান, ২০১৮ ব্যাচের সজিব। অন্যদিকে ভূজপুর প্রবাসী যুব সংস্থা’র পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মো আলমগীর (মেম্বার), প্রস্তাবিত উপদেষ্টা অ্যাডভোকেট আইয়ুব, সজল বড়ুয়া, মো. দিদারুল আলম বকুল, মো. লোকমান হোসেন, অ্যাডভোকেট মঈন উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জানে আলম, কার্য নির্বাহী সদস্য নুরুল আলম, গুরা মিয়া, মো. ওসমান, মো. জামাল উদ্দীন, মো. মফিজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জয়নাল ভূঁইয়া, কার্যকরী সদস্য মো. লোকমান, মো. তসলিম, মো. ইসমাইল, মো. গিয়াস উদ্দীন, মো. জাহেদ, মো. আবু।
উপস্থিত প্রতিনিধিরা বলেন, ফটিকছড়িতে এ প্রথম জনগণের টাকায় হাসপাতাল তৈরি হচ্ছে। ১ কোটি টাকা ব্যয়ে এটাই প্রথম সাধারণ জনগণের টাকায় কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত হচ্ছে। আমরা আগেও যখন করোনার প্রকোপে মানুষ অভাবে পড়ে যায় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

ডিসি/এসআইকে/এমজেইউ