ফটিকছড়িতে ৪ মাসের শিশুসহ সাবেক চেয়ারম্যান স্বপরিবারে করোনায় আক্রান্ত

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে স্বামী, স্ত্রী ও তাদের চার মাসের শিশুকন্যাসহ একই পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।  আক্রান্তরা হলেন বিলুপ্ত রাঙামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, তার সহধর্মিণী ইমু আকতার ও তাদের চার মাসের শিশুকন্যা মোছাম্মৎ সাফা।
জাহাঙ্গীর আলম চৌধুরী গত ২১ আগস্ট থেকে করোনা পজিটিভ হয়ে নিজগৃহে কোয়ারিন্টিনে আছেন।  তবে তার শারীরিক অবস্থা বর্তমানে অনেকটা ভালো।  অপরদিকে, গত ২৪ আগস্ট তার স্ত্রী ও শিশুকন্যারও করোনা টেস্ট করানো হলে তা পজিটিভ আসে।  বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিশুকন্যা সাফা ও স্ত্রীকে ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দৈনিক চট্টগ্রামকে বলেন, শ্বাসকষ্ট দেখা দিলে তাদের ভর্তি করানো হয়।  মা ও শিশুটির শারীরিক অবস্থা তেমন গুরুতর নয়। অবস্থা উন্নতির দিকে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম চৌধুরী ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল রূপান্তরে নানাভাবে ভূমিকা রেখেছেন।  করোনার শুরু হওয়া থেকে তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিকভাবে ফটিকছড়ির মানুষের জন্য কাজ করেছেন।

ডিসি/এসআইকে/এমজেইউ