গণহত্যা দিবস : ফটিকছড়িতে সভা-শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এরপরে গণহত্যা দিবস উপলক্ষে দাঁতমারার হাসনাবাদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটা থেকে হাসনাবাদ বধ্যভূমি সংলগ্ন ময়দানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, দাঁতমারা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দীন, মুক্তিযোদ্ধা নুরুল হক, মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য তাজুল ইসলাল, কৃষকলীগের সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমীন, ইউপি সদস্য ইউছুফ আলী সহ সর্বস্তরের জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চের কালো রাত্রির ঘটনাবহুল তথ্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের ইতিহাসে জঘন্যতম দিন ছিল ২৫ মার্চ।  ওই দিনের ঘটনার সঙ্গে জড়িতদের হোতা এখনো দেশে বাস করছে।  তাদের প্রতিহত করার আহবান এবং ফটিকছড়ি হেয়াকোতে অরক্ষিত বধ্যভূমি সংরক্ষিত করার আহবান জানান মুক্তিযোদ্ধা ও বক্তারা।

ডিসি/এসআইকে/এমজেইউ