ফটিকছড়িতে একতারাকে সমর্থন, নৌকার প্রার্থীকে সরে যাওয়ার নির্দেশ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার সনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন মাইজভান্ডারি।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘দলের সাধারণ সম্পাদক আমাকে ও সভাপতিকে ফোন দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নৌকার প্রার্থীকে প্রচারণা থেকে সরে যেতে হবে।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী বলেন, ‘আমাকে দলের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ফোন করে বিষয়টি জানিয়েছে। আমরা কোন ফর্মুলায় নির্বাচন থেকে বের হয়ে আসবো সেটা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলছি।’
সুপ্রিম পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহীম মিয়া জানান, ফটিকছড়িতে একতারাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।

ডিসি/এসআইকে/এসইউআর