ফটিকছড়িতে সংবর্ধিত তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ফটিকছড়ির সুন্দপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে শ্বশুড়বাড়িতে সংবর্ধিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে তাঁর শ্বশুড়বাড়িস্থ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে তিনি শ্বশুড়বাড়ি আজিমপুর গ্রামের মাস্টার বাড়িতে সস্ত্রীক মধ্যাহ্নভোঁজে অংশ নেন। এরপর বিকাল ৪ টায় বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা ‘স্বপ্ন ছোঁয়ার’ মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ফটিকছড়ি আমার শ্বশুড়বাড়ি। এখানে আমার অনেক কিছু দেওয়ার আছে। ফটিকছড়ির উন্নয়ন করা আমার দায়িত্ব। আমি ভবিষ্যতে ফটিকছড়ির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখব’। বিদ্যালয়কে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রাচীর নয় বিদ্যালয়ের চতুর্দিকে সুন্দর করে নানা জাতের গাছের চারা লাগালে বিদ্যালয়ের সৌন্দ্যর্য বৃদ্ধি পাবে। কোনো সীমানা প্রচীর লাগবে না। সে সাথে সড়কের দুই পাশেও গাছের চারা লাগান, তাহলে দেখবেন এটি দেখতে কত সুন্দর লাগে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের সমস্যাগুলো অচিরেই সমাধান করা হবে। আর এলাকার উন্নয়নে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সাথে আলাপ করে কাজ করা হবে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ফটিকছড়িতে আমার শ্বশুরবাড়ি হিসেবে এই অঞ্চলের সকল মানুষের জন্য আমার দরজা উন্মুক্ত।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফীন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাক নাজিম উদ্দিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির আগমনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কার্যালয়ের সামনে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এমজেইউ