৬ দিন পর ফটিকছড়ির নিখোঁজ ইউনুসের লাশ উদ্ধার

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের খালে বালু চাপা অবস্থায় নিখোঁজ হওয়া ইউনুসের (৩৮) লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। লাশ সনাক্ত করেছেন তার ভাই বাহাদুর। শনিবার (৭ মার্চ) সকালে লেলাং খালে বালু চাপা অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়।
ইউনুস উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের শহীদুল আজম চেয়ারম্যান বাড়ির মো. আবুল বশরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয়রা শনিবার সকালে বালু চাপা অবস্থায় লাশের পঁচা আঙ্গুল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত ইউনুসের ভাই বাহাদুর বলেন, ‘আমার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিলো না। কি কারণে আমার ভাইকে এতো নির্মমভাবে হত্যা করা হলো জানি না। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকা-ের রহস্য উদঘাটনে কাজ করছে আমাদের টিম।
উল্লেখ্য, গত ১ মার্চ (রবিবার) সন্ধ্যা ৭ টায় নিহত ইউনুস বিবিরহাট বাজারে বাজার করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেলেও আর ফিরে আসেনি। রাতে তাকে ফিরতে না দেখে পরিবারের লোকজন তার মোবাইলে ফোন করলেও ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেন ইউনুসের স্ত্রী জনি আক্তার।

ডিসি/এসআইকে/এমজেইউ