হাটহাজারীতে খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ মাদ্রাসা ছাত্রদের

হাটহাজারী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
পুলিশ-হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা চট্টগ্রামের হাটহাজারীতে খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে।  আজ শনিবার (২৭ মার্চ) সকাল থেকে হেফাজত নেতা-কর্মী-মাদ্রাসা ছাত্ররা সড়কে ব্যারিকেড দিয়ে দু’টি ৫ ফুট উচ্চতায় দেয়াল নির্মাণ করে রাস্তায় অবস্থান করেন।  জোহরের নামাজের সময় হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী মসজিদের মাইকে ছাত্রদের আহবান করেন, এটা আমাদের ঈমানী আন্দোলন।  শহীদের আত্মার শান্তি মাগফেরাতের আন্দোলন।  আমরা এ আন্দোলনে পিছু হটবো না।  তোমরা যারা ছাত্ররা রাস্তায় অবস্থান করছো নামাজ পড়তে মসজিদে চলে এসো।  নামাজ ফরজ।  আন্দোলন ঈমানী দায়িত্ব।
এর আগে গতকাল শুক্রবার রাতে হাটহাজারী সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা।  আবার পুনরায় আজ সকাল থেকে বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে।  হাটহাজারী বাস স্টেশন হতে হাটহাজারী মডেল থানা সড়ক, বাজার, মাদ্রাসা সড়ক, নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল জুমা নামাজের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে রাখে এবং তাদের দাবি-দাওয়া মেনে না নেয়ার আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির।
এদিকে আজ শনিবার আসরের নামাজের পূর্বে হেফাজত ইসলামের নেতৃত্বে হাটহাজারীতে শহীদের আত্মার মাগফেরাত কামনায় ও গতকাল চারজন ছাত্রদের ওপর পুলিশ গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক এর নেতৃত্বে হাটহাজারী বাজার, বাস স্টেশন, মাদ্রাসা সড়কে ব্যাপক পুলিশ, এবিপিএন, র‌্যাব, দুই প্লাটুন বিজিবিসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।  হাটহাজারী বাস স্টেশন এলাকায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন।

ডিসি/এসআইকে/এমএমইউএম