সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার জামায়াতে ইসলামের নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  শনিবার (১৫ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম এস এম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘হাটহাজারীর ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।  শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন’।
এর আগে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয়।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য।  তিনি ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আটকের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘শাহজাহান চৌধুরীকে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে।  ওই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে’।

ডিসি/এসআইকে/আরএআর