হাটহাজারীতে ৫ ব্যক্তি আটক

হাটহাজারী প্রতিনিধি >>>
গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজনসহ ৫ ব্যক্তিকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। বাকী দুইজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুরোয়ানাভুক্ত তিন আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অপরদিকে ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
জানা গেছে, রবিবার রাতে হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামস্থ কামাল পাড়া এলাকায় রাস্তার উপর মাদক বিক্রির সময় থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ফটিকা গ্রামের রাজা মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মৃত রাজা মিয়া কন্ট্রাক্টরের ছেলে আব্দুল জব্বার প্রকাশ লিটন (৩৫) ও একই বাড়ির মৃত মহিদুল ইসলামের চেলে তৌহিদুল ইসলাম প্রকাশ রতন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এই ঘটনায় ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৫) করেছে। অন্যদিকে, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. এরশাদ উল্লাহ ফারুকী নামে এক ব্যক্তিকে আটক করে। ফারুক হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের সিকদার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। এছাড়াও উপ-পরিদর্শক (এসআই) আবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামের মো. বেলাল উদ্দিনের ছেলে মো. গিয়াস উদ্দিন এবং পৃথক অভিযানে উপ-পরিদর্শক (এএসআই) নুরুল আমিন আবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অপর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পৌরসভাস্থ পশ্চিম দেওয়ান নগর গ্রামের সন্দ্বীপ পাড়া এলাকার মৃত বজল আহাম্মদের ছেলে মো. বাবুলকে গ্রেফতার করে।

ডিসি/এসআইকে/এমএমইউএম