চট্টগ্রামের চরপাথরঘাটা-গন্ডামারায় আ’লীগের প্রার্থী পরিবর্তন

বিশেষ প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
দক্ষিণ চট্টগ্রামের দুইটি উপজেলা যথাক্রমে কর্ণফুলী এবং বাঁশখালীর দুইটি ইউপির নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই পরিবর্তনের ঘোষণা এসেছে।  কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও বাঁশখালী উপজেলার গন্ডামারায় আওয়ামী লীগের এই প্রার্থী পরিবর্তন হয়েছে।
গত ১৩ মে মনোনয়ন বোর্ডের সভা শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি জানানো হলেও প্রকৃতপক্ষে মনোনয়ন দেয়া হয়েছে অন্য দুইজনকে।  মনোনয়নে নাম আসার পর থেকেই চরপাথরঘাটার আলাউদ্দিন নিজেই জানান তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন না।  অন্যদিকে গন্ডামারায় জাহিদুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও শেষ পর্যন্ত তার স্থলে নৌকার মাঝি করা হয়েছে শিহাবুল হক সিকদারকে।
গত ১৩ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভাশেষে দপ্তর সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছিলেন যুবলীগ নেতা আলাউদ্দিন।  একইদিন বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছিলেন জাহিদুল হক চৌধুরী।  কিন্তু মনোনয়ন পাওয়া এই দুই নেতার পরিবর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন অন্য দুইজন।  চরপাথরঘাটায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সেলিমুল হক ও গন্ডামারায় মনোনয়ন পেয়েছেন শিহাবুল হক সিকদার।
মনোনয়ন নিয়ে এমন পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ডিসি/এসআইকে/এসইউ