শাহ আমানত সেতু : ফার্স্ট ট্র্যাকের দু’টি লেন উন্মুক্ত থাকবে প্রতি শুক্রবার

চট্টগ্রামের শাহ আমানত সেতু
চট্টগ্রামের শাহ আমানত সেতু

কর্ণফুলী প্রতিনিধি : বন্দরনগরী চট্টগ্রামের সাথে দক্ষিণ চট্টগ্রামের সংযোগ স্থাপনকারী শাহ আমানত সেতুর টোল প্লাজায় সংরক্ষিত ফার্স্ট ট্র্যাকের ৩ ও ৪ নম্বর লেন দু’টি প্রতি শুক্রবার দুপুর ২টা পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। দু’টি লেন গাড়ি চলাচালের জন্য পর্যাপ্ত না হওয়ায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এরপরও দু’টি লেন সংরক্ষিতই থাকছে ফার্স্ট ট্র্যাকের জন্য। তবে শুক্রবার জুমআর নামাজ ও দক্ষিণমুখি যানবাহনের চাপ বেশি থাকায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরণের গাড়ির জন্য সংরক্ষিত দু’টি লেনও উন্মুক্ত করা হচ্ছে। এ সময়ে বুথে টোল পরিশোধ করে সব ধরণের যানবাহন চলাচল করতে পারবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজারাদার প্রতিষ্ঠান বাংলাদেশ ও ভারতের যৌথ কোম্পানি ইউডিসি-ভ্যান জেভি এর অপারেশন ডাইরেক্টর অপূর্ব সাহা।

উল্লেখ্য, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত বছরের ২৭ অক্টোবর ফার্স্ট ট্র্যাক পদ্ধতি উদ্বোধনের পর থেকে চট্টগ্রামে শাহ আমানত সেতুতে প্রথম এ পদ্ধতি চালু হয়। এ পদ্ধতি পুরোপুরি বাস্তবায়নের জন্য গত ১ জানুয়ারি থেকে টোল আদায় করতে যাতে গাড়ি থামাতে না হয় সেজন্য দু’টি লেন সংরক্ষণ করা হয়। এরপর থেকে টোল প্লাজায় চরম ভোগান্তির সৃষ্টি হয়।

জানা যায়, টোল প্লাজায় গাড়ি না থামিয়ে ফার্স্ট ট্র্যাকে রেজিস্ট্রেশনভুক্ত গাড়ি চলাচলের জন্য এবং এ পদ্ধতিকে আরো জনপ্রিয় ও সুবিধাজনক করতে বর্তমানে উভয় দিকে ৬টি লেনের মধ্যে ৩ ও ৪ নম্বর লেন সংরক্ষিত করা হয়। এসব লেন দিয়ে ফাস্টঁ ট্র্যাকভুক্ত গাড়ি ছাড়া অন্যকোনো গাড়ি চলাচল করতে পারছে না। রেজিস্ট্রেশনের বাইরের গাড়িগুলো চলাচল করছে অবশিষ্ট ৪টি লেন দিয়ে। এর ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। ফার্স্ট ট্র্যাক পদ্ধতির জন্য দু’টি লেন সংরক্ষিত করায় শুরুতে যানজটে বিশৃঙ্খলা হলেও গাড়ির রেজিস্ট্রেশনের আওতা বাড়লে সমস্যা থেকে মুক্তি মিলবে বলে ধারণা করা হচ্ছে।