দুর্দান্ত গোলে চ্যাম্পিয়ন বেলচুড়া চৌধুরী বাড়ি সুপার কিং একাদশ

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী প্রতিনিধি >>>
দুই দলের হাড্ডা হাড্ডি লড়াই। দর্শককূল উত্তেজিত… প্রছন্দের দলটি যেন একটি গোল পায়। প্রথমভাগের ১৫ মিনিটে দুর্দান্ত গোল করে বসেন বেলচুড়া চৌধুরী বাড়ি সুপার কিং একাদশের খেলোয়াড় আকাশ। গোলে পিছিয়ে থাকা চাতরী কিং স্টার একাদশ মরণপণ চেষ্টা করছিল সমতা কিংবা দু’টি গোলের। কিন্তু শেষতক সমর্থকদের হতাশায় ডুবিয়ে গোলশূণ্য থেকেই শেষ করে চাতরী কিং স্টার। ফলে প্রথমার্ধে দেয়া আকাশের গোলের সুবাধে চ্যাম্পিয়নের মালা গলায় পড়ে টীম বেলচুড়া চৌধুরী বাড়ি সুপার কিং একাদশ।

বক্তব্য রাখেন প্রধান অতিথি।

এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বেলচুড়া চৌধুরী বাড়ি সুপার কিং একাদশের খেলোয়াড় আকাশ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেলচুড়া চৌধুরী বাড়ি সুপার কিং একাদশের খেলোয়াড় বাহাদুর।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে চাতরী আন্তঃগ্রাম মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এই মহারণ দেখা গেছে। আয়োজক ঐক্য সোসাইটির সদস্য মো. আলী হায়দায় ঝিনুকের সভাপতিত্বে মো. আনিসুর রহমান এবং জিয়াউর করিমের যৌথ সঞ্চালনায় টুর্ণামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৮ নং চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু। বিশেষ অতিথি ছিলেন চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সিনিয়র বাহাউদ্দীন, আনোয়ারা উপজেলা ব্লাড ব্যাংকের সদস্য মো. মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম প্রমুখ।
খেলায় উপস্থিত ছিলেন ঐক্য সোসাইটির আলী হায়দার ঝিনুক, জহির উদ্দিন, তৌহিদ, সানি। খেলা পরিচালনা করেন মো. আসিফ-উদ-দৌলাহ্ খান আরাফাত। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন নুসরাত হোসেন (তুরু) এবং মো. আরিফ।

উল্লসিত খেলোয়াররা ট্রফি হাতে।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন হিরু বলেন, সমাজে খেলাধুলা নিয়মিত চালু থাকলে সমাজ বিধ্বংসী কাজ থেকে বিরত থাকা যায়। তিনি বলেন, প্রতিবছর উপজেলাভিত্তিক অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। সেখানে এই টুর্ণামেন্ট থেকে বাছাই করে ভালো খেলোয়াড় বের করার অনুরোধ জানাচ্ছি টুর্ণামেন্টের আয়োজকদের কাছে। এই ধরণের খেলাধুলায় তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
খেলা কমিটির সদস্য জহির উদ্দিন বলেন, আমাদের একটাই লক্ষ্য খেলাধুলায় যেনো আমাদের ছেলেরা যুক্ত থাকে। মাদক এবং সমাজের জন্য ক্ষতিকর কাজ থেকে উঠতি তরুণসমাজকে বিরত রাখতেই আমাদের এই আয়োজন। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

ডিসি/এসআইকে/এমএম