গ্যাস ব্যবহার সম্পর্কে চালক ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে :ভূমিমন্ত্রী

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী প্রতিনিধি >>>
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশে বাড়ছে যানবাহন, তেমনি বাড়ছে গ্যাসের চাহিদাও। আর তাই বর্তমান শেখ হাসিনার সরকার জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন করেছে। নিরাপদ ও পরিবেশবান্ধব গ্যাস ব্যবহার সম্পর্কে চালক ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় মদিনা অটো এলপি গ্যাস স্টেশন উদ্বোধনকালে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন। এর আগে ভূমিমন্ত্রী ফকিরনীরহাট জাফর আলী মুন্সি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
মদিনা অটো এল পি গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী মামুনুর রশীদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাজ্জাদ আলী খান মিঠু, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সালেহ, সহ-সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সহ-সভাপতি এস এম হোসেন, সলিমুল্লাহ, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান, যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদারসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব নাজিম উদ্দীন কাজেমী।

ডিসি/এসআইকে/এমএম