কর্ণফুলীতে কুকুরকে ভ্যাকসিন

কর্ণফুলী উপজেলা প্রতিনিধি >>>
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই ভ্যাকসিন কার্যক্রম চলবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে সারাদেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলায় ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে ভ্রাম্যমাণভাবে ঘুড়ে বেড়ানো কুকুরগুলোকে ধরে ভ্যাকসিন দেয়া হচ্ছে।
এই উপলক্ষে গঠিত ইউনিট মাঠে কাজ করছে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন এই মনিটরিং টিমের সমন্বয়কের দায়িত্বে আছেন। প্রথমদিন সোমবার সকাল থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া, মৌলভী বাড়ি, মিয়াহাট এলাকায় একটি টিম কাজ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সোমবার মোট ২০টি কুকুরকে এই ভ্যাকসিন দিয়েছে।

ডিসি/এসআইকে/এমএম