ইসলামি মাহফিলে বক্তাকে হত্যার চেষ্টা : হামলাকারী আটক

কর্ণফুলী উপজেলা প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী উপজেলায় ওয়াজ মাহ্ফিলের মঞ্চে উঠে ধারালো বটি দিয়ে বক্তা মোস্তফা রহিম আজাহারীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার চরপাথরঘাআ ইউনিয়নের খোয়াজনগর এলাকায় রবিবার (১৫ মার্চ) রাত ১২ টার দিকে মাহফিল চলাকালে প্রকাশ্যে বটি নিয়ে হামলার এ ঘটনা ঘটে। ওই সময় উপস্থিত লোকজন হামলাকারী মো. বাদশা মিয়াকে (৫০) আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মঞ্চে মওলানাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মো. শহিদুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এদিকে মাহফিলে হামলারকারীর বিচারের দাবিতে সোমবার (১৬ মার্চ) বিকালে মইজ্জ্যারটেক এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানা গেছে, রবিবার (১৫ মার্চ) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১ টার সময় মাহফিলে মাওলানা আবদুল মোস্তফা রাহিম আল আজহারী মঞ্চে বক্তব্য শুরু করেন। মাহফিলের এক পর্যায়ে তিনি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওই সময় মাইক বিরোধী কট্টর সমর্থক বাদশা মিয়া নিজ ঘর থেকে বটি হাতে নিয়ে মঞ্চে উঠে মওলানা আহজারীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। ওই সময় মঞ্চের অন্যান্য লোকজন হামলাকারীকে আটকালে মাওলানা আজহারী প্রাণে রক্ষা পান। উপস্থিত লোকজন হামলাকারীকে পুলিশে সোপর্দ করেন।
হামলাকারীর বিচার দাবিতে সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন হয়। কর্ণফুলী গাউছিয়া কমিটির সহ-সভাপতি ছাবের আহমদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা যুব সেনার সভাপতি বশির আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন যুব সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহম্মদ আবু আজম, গাউছিয়া কমিটির সহ-সভাপতি মনজুর আলম মন্জু, ইসলামি ফ্রন্ট নেতা মৌলানা মুছা, গাউছিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, এ ডি এম আরস, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, মৌলানা কামরুল ইসলাম, মৌলানা নুর মোহাম্মদ, মুহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সোহেল, সোলতান উদ্দিন টিপু, মুহাম্মদ সেকান্দর, হাফেজ মুহাম্মদ ফরিদ, মৌলানা এনামুল হক, মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল করিম, আরফাত হোসেন, মুহাম্মদ বেলায়ত হোসেন, নুরুল আক্কাস জীবন, মুহাম্মদ হোসেন, আমজাদ আলী রেজভী, মামুনুর রশীদ মামুন, মুহাম্মদ নুর মোস্তফা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জোস মুহাম্মদ।
কর্ণফুলী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মাহফিলে মাইক ব্যবহারকে কেন্দ্র মাইক বিরোধী একজন মাহফিল চলাকালে বক্তার উপর হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জনতার কবল থেকে উদ্ধারের পর হামলাকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গতকাল আদালতে নেয়া হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

ডিসি/এসআইকে/এমএম