নতুন বই পেয়ে খুশি উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

শীতের কুয়াশা ভেদে পূর্ব দিগন্তে হালকা উঁকি দিচ্ছিল নতুন সূর্যের হাসি। হালকা বৃষ্টিতে ভেজা চারদিক। শীত ও বৃষ্টি উপেক্ষা করে নতুন বই পেয়ে খুশি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে ১ জানুয়ারি (বুধবার) লোহাগাড়া উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরাও। নতুন বই বিতরণকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আমানুল হক, আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া নতুন খবর নয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই বছরের প্রথম দিন থেকে সারা দেশে এক যোগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নজির স্থাপন করেছেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন থেকে বই পড়তে মনোযোগী হতে হবে। বই যতো পড়বে জ্ঞান ততো আহরিত হবে। তাই বই পড়ার বিকল্প নেই।

অন্যান্যের মধ্যে এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সলিমুল হক, মরজিনা আক্তার, মো. হরুনুর রশিদ, বিপাশা দাশ, মো. জাহাঙ্গীর আলম, হোসনে আরা বেগম, মো. ফরিদ উদ্দিন, উম্মে সালমা নিশাত, বিদ্যালয়ের অভিভাবক মো. এহেসান ও মো. জাকারিয়া প্রমুখ।

ডিসি/লোহাগাড়া/জাই