চট্টগ্রাম জেলা ডিবির বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

লোহাগাড়া প্রতিনিধি >>>
কক্সবাজার হতে প্রাইভেটকারযোগে ইয়াবা নিয়ে আসার সময় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১০ টায় তাদের লোহাগাড়া থানাধীন চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি সাদা রংয়ের টয়োটা এলিয়ন গাড়িতে (ঢাকা মেট্টো-গ-২৭-৫৬২৬) তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়িটির পেছনের সীটে বসা মো. বিল্লাল হোসেন (৩৫) এর কাঁধব্যাগের ভেতর কচটেপে মোড়ানো একটি কালো পুটলা এবং চালক মো. ইকরামুল (৩২) এর ড্রাইভিং সীটের কভারের ভেতরে রাখা অপর একটি পুটলায় (১০টি করে মোট ২০ টি নীল রংয়ের বায়ুরোধী জিপারের প্যাকেট, প্রতিটি জিপারের প্যাকেটে ২০০ পিস ইয়াবা) ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
মো. বিল্লাল হোসেন বরিশাল জেলার গৌরনদী থানার কমলাপুর গ্রামের (বর্তমানে বাসা নং-৪৫০, দক্ষিণ পাইকপাড়া, হাবিব মাতবরের ভাড়াটিয়া, ওয়ার্ড নং-১১, ঢাকা) মো. কেরামত হাওলাদার ও আলেকি বেগমের ছেলে। গাড়ির চালক মো. ইকরামুল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বরকতপুরের (ফকির পাড়া ওয়ার্ড নং-৭) আব্দুল খালেক ও মৃত রেবেকা বেগমের ছেলে। সে ঢাকার দক্ষিণ পীরেরবাগ ১৩নং ওয়ার্ডের ফুলকি স্কুল একতা গলির নং-১০১/১ বি নম্বরের বাসায় ভাড়া থাকে।
এসময় তাদের ব্যবহৃত টয়োটা এলিয়ন প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২২ তারিখ-২৯/০১/২০২০খ্রি)দায়ের করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমআইইউএ