লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ১৫

লোহাগাড়া প্রতিনিধি >>>
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও লবণবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন- লেগুনা চালক চকরিয়া উপজেলার মো. ফরহাদ (২০), লেগুনা চালকের সহকারী সুমন (১৫), চকরিয়ার উত্তর হারবাং এলাকার জসিম উদ্দিন (২৮) ও তার ছোট ভাই বেলাল হোসেন তাওরাত (২০), আব্দুল ছালাম (৭০), আব্দুর রশিদ (৬৫), লালু ফকির (৪৫), জসিম উদ্দিন (৪০), নবী হোসেন (৪২), আব্দুর রশিদ (৫০), পার্বত্য নাইক্ষ্যংছড়ির বাদশা (৩৮), লোহাগাড়া উপজেলার সিরাজুল ইসলাম (৪০), মো. রুবেল (২০), জহির উদ্দিন (২৮) ও মো. এনাম (৪৫)।
রবিবার (২২ মার্চ) সকালে তাদের নামাজে জানাযা শেষে স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (২১ মার্চ) রাত ৯ টায় উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় চট্টগ্রাম শহরমুখী লবণবাহী ট্রাক ও বিপরীতমুখী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। অপর ৩ জন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোজাহিদ হোছাইন সাগর বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে ঝুঁকিপূর্ণ বাঁক, অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের অদক্ষতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। মহাসড়কটি চার লেইনে উন্নীত না হওয়া ও নিষিদ্ধ থ্রী হুইলার যানবাহন যেমন ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ট্রলি ও ফিটনেসবিহীন নছিমন-করিমন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি দ্রুত চারলেইনে উন্নীতকরণ ও ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহন চলাচল রোধে জরুরি পদক্ষেপ প্রয়োজন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে।

ডিসি/এসআইকে/কেইউ