সুজন ভাইয়ের পাশে থাকবো : নাছির

আ জ ম নাাছির উদ্দীন ও খোরশেদ আলম সুজন।

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সদ্য নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের পাশে থেকে সব ধরণের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।  মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চসিকের বাজেট অধিবেশন ও সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
মেয়র নাছির বলেন, আমরা দু’জন সমবয়সী।  দু’জন একসঙ্গে শিক্ষা জীবন ও রাজনৈতিক জীবন পার করেছি।  নগর আওয়ামী লীগে আমার কমিটিতে উনি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।  তিনি প্রশাসক নিযুক্ত হওয়ায় আমার কাছে খুব ভালো লাগছে।  প্রশাসক হওয়ার পর আমার কাছে সহযোগিতা চেয়েছেন।  আমিও বলেছি বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে সব ধরণের সহযোগিতা করবো।
উল্লেখ্য, আগামিকাল বুধবার (৫ আগস্ট) চসিকে মেয়র হিসেবে মেয়াদপূর্তি হচ্ছে মেয়র আ জ ম নাছির উদ্দীনের।  বৃহস্পতিবার (৬ আগস্ট) দায়িত্বভার গ্রহণের কথা জানিয়েছেন খোরশেদ আলম সুজন।  গত ২৯ মার্চ চসিক নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে ২২ মার্চ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।  পরে সরকারি ছুটিসহ করোনার প্রাদুর্ভাবের কারণে এই মুহুর্তে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় জানিয়ে সরকারকে চিঠি দেয় নির্বাচন কমিশন।  পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় চসিকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানায়।  চসিকের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ডিসি/এসআইকে/আইএস