চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা সিইউজে’র

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে।  এক বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, সোমবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর মানববন্ধন চলাকালে একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়।  এসময় পেশাগত দায়িত্বপালনকারী ৭ জন সাংবাদিক আহত হন।  এরা হলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ, ক্যামেরা পার্সন নবাব মিয়া, দৈনিক জনকন্ঠের ফটো সাংবাদিক সাইদুল আজাদ, জয়নিউজ এর ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া, নয়া দিগন্তের ফটো সাংবাদিক আকতার হোসেন, পূর্বদেশ এর ফটো সাংবাদিক এম. হায়দার আলী ও দৈনিক সাঙ্গুর ফটো সাংবাদিক মো. জাহাঙ্গীর।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।  প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তাঁরা।

ডিসি/এসআইকে/আইএস