চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মো. নুর উদ্দিন, নগর প্রতিবেদক >>>
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে জাতির সকল ক্রান্তিকাল উত্তরণের পরিত্রাণকারী কাণ্ডারী।  করোনাকালে একইভাবে জীবন-জীবিকাকে সচল রেখে অর্থনীতিকে গতিশীল রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই গতিশীল প্রবাহের সক্রিয় মূলধারা।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সাংগঠনিক নির্দেশনা ও সেপ্টেম্বর মাসে দলীয় কর্মসূচি উপস্থাপন করেন।  কর্মসূচিগুলো হলো ১৫ সেপ্টেম্বর নগরীর ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে চলমান বৃক্ষরোপণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান, ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বর্ধিত সভা, ২১ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও মন্ত্রী মরহুম এম এ মান্নান, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী ও ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন।  এ সকল কর্মসূচির সকল আনুষ্ঠানিকতা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হবে বলেও জানান সদ্য সাবেক সিটি মেয়র নাছির।
সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, তূণমূল স্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যে সিদ্ধান্ত পৌঁছে দেয়া হয়েছে তা কার্যকর করে দলের ভিত্তিকে সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করতে হবে।  তিনি মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে আগামী কাউন্সিল পর্যন্ত সভাপতি হিসেবে পদায়নের প্রস্তাব উত্থাপন করেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ বিশাল রাজনৈতিক দল।  এই দলের অর্জনও অনেক।  এতে ঈর্ষান্বিত হয়ে দলের ভাবমূর্তির সংকট তৈরীর জন্য কিছু অনুপ্রেবেশকালীর ভীড় বেড়েছে।  তাদের কাছ থেকে সর্তক থাকতে হবে।  সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে এক ও অভিন্ন হয়ে কাজ করলে সকল অপশক্তির ষড়যন্ত্র ব্যর্থ হবে।
এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, এম এ রশীদ, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, মানস রক্ষিত, জোবায়েরা নার্গিস খান, দেবাশীষ গুহ বুলবুল, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মোহাম্মদ আবু তাহের, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, জহরলাল হাজারী, নির্বাহী সদস্য এম এ জাফর, আবুল মনসুর, নুরুল আমিন শান্তি, সৈয়দ আমিনুল হক, দোস্ত মোহাম্মদ, কামরুল হাসান বুলু, গাজী শফিউল আজিম, গোলাম মোহাম্মদ চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, ড. নিছার উদ্দিন আহমেদ মনজু, হাজী বেলাল আহমদ, মোরশেদ আখতার চৌধুরী।
সভার শুরুতে করোনাকালে দলীয় নেতাকর্মী ও দেশে-বিদেশের সকল প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ডিসি/এসআইকে/এমএনইউ