চট্টগ্রামে সোলায়মান শেঠের কুশপুত্তলিকা দাহ করলো দলীয় নেতা-কর্মীরা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের ৭ বছরের মেয়াদ উত্তীর্ণ সাংগঠনিক কর্মকা-হীন কাগুজে কমিটি অবিলম্বে বাতিল করে ৯০’র পরবর্তী রাজপথের এরশাদ মুক্তি আন্দোলনের সৈনিকদের দিয়ে ধ্বংসপ্রাপ্ত নগর জাতীয় পার্টির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচি থেকে নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান শেঠকে ‘সমাজবিরোধী আখ্যায়িত করে নগরে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।  এসময় তারা সোলায়মান আলম শেঠের কুশপুত্তলিকাও পোড়ান।
এসময় বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে চট্টগ্রামে এই সমাজ বিরোধী সোলায়মান ধ্বংস করে দিয়েছে।  আজ আমরা জাতীয় পার্টি পরিবারের সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রেস ক্লাব চত্বরে আমাদের রক্তে গড়া প্রাণপ্রিয় পার্টিকে রক্ষায় সোলায়মান শেঠকে এখনে দাহ করলাম।  সোলায়মান নামক এই সমাজ বিরোধী লোকটি এরশাদের অসুস্থতাকালীন দোয়া ও মিলাদ মাহ্ফিল করা, মৃত্যুর পর চট্টগ্রামে গায়েবানা জানাযা করা কিংবা জেয়াফতের আয়োজন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে।  আমরাই সাবেক সাধারণ সম্পাদক শ্রী তপন চক্রবর্ত্তীর নেতৃত্বে একাধিক দোয়া ও মিলাদ মাহ্ফিল, লালদীঘি ময়দানে গায়েবানা জানাযা ও জেয়াফতের আয়োজন করেছি।  অরাজনৈতিক এক সমাজ বিরোধী সোলায়মানের সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি, তরুণ পার্টি, সৈনিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পার্টি নগর আহ্বায়ক জহুরুল ইসলাম রেজার পরিচালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপার সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, ওসমান খান, কামরুজ্জামান পল্টু, কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ছিদ্দিকী, নগর জাপা যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, মো. খান লেদু, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলকরণী, রেজাউল করিম রেজা, হাজী শওকত আকবর, নগর যুব সংহতির সদস্য সচিব আবসার উদ্দিন রনি, কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, সাধারণ সম্পাদক নুর আহমদ মিঠু, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু, ছাত্র সমাজ আহ্বায়ক সুমন বড়–য়া, সদস্য সচিব আবু হানিফ নোমান, সৈনিক পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, তরুণ পার্টির সদস্য সচিব ওসমান গণি, যুব নেতা কায়সার হামিদ মুন্না, এম.এ. শুক্কুর, জাপা নেতা কাজী হেলাল হোসেন, সেলিম উদ্দিন চৌধুরী, ছাত্রনেতা আবু হাসান, বাপ্পি আহমেদ, আরাফাতুল আলম কচি, শরীফুল মোল্লা নিরব, হাজী আলী আকবর, রিয়াজ উদ্দিন রিয়াজ, জামাল উদ্দিন কান্টু, ফারুকুল ইসলাম, সুলতান আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সোলায়মান শেঠের কুশপুত্তলিকা দাহ করে সমাপ্তি করে।

ডিসি/এসআইকে/এমএনইউ