পরিকল্পিত নগর আর সত্যিকারের পর্যটন শহর হবে চট্টগ্রাম : ডা. শাহাদাত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও বেগম খালেদা জিয়ার মুক্তি তরান্বিত করতে হবে।  সে জন্য সর্ব শক্তি দিয়ে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।  বিএনপি এদেশের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে।  প্রশাসনবেষ্টিত সাজানো নির্বাচন করা হচ্ছে জেনেও শুধুমাত্র গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে বিএনপি নির্বাচন করছে।
তিনি বলেন, সাধারণ ভোটার যারা আপনারা রয়েছেন তারা কারও হুমকি-ধমকি আর অস্ত্রের ভয় না করে আপনার পবিত্র ভোটটি সঠিকভাবে দিন এবং সঠিকভাবে দিতে না পারলে প্রতিবাদ করুন।  যেখানে ভোট দিতে বাধা পাবেন সেখানেই বসে পড়ুন- প্রতিবাদ করুন।  তিনি বলেন, আমি নির্বাচিত হলে চাক্তাই খাল পুন:খনন করব।  নগরের ৫৪টি নর্দমা, খাল ও নদী খনন করে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো।  নগরবাসীর এসব প্রত্যাশা পূরণে নিজেকে আত্মনিয়োগ করবো।  তাই সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর, বিটিসিএল, পিডিবি, সিজিডিএলসহ সেবা সংস্থাগুলো নিয়ে সম্মিলিত পরিকল্পনা করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করার উদ্যোগ নিব।  পরিকল্পিত নগর আর সত্যিকারের পর্যটন শহর হবে চট্টগ্রাম
শনিবার (১৬ জানুয়ারি) সকালে নগরের ওয়াসার মোড়ে নগর স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি।
 এসময় নগর বিএনপির নেতা আবুল হাশেম বক্করসহ বিএনপি ও তার সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় তারা ধানের শীষে ভোট দিতে নগরবাসীকে অনুরোধ করেন।

ডিসি/এসআইকে/আরএআর