বিদেশে পালিয়ে যাওয়া বাবরের ঘরে গিয়ে শুভেচ্ছা জানালেন শিক্ষা উপমন্ত্রী!

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
যখন দেশজুড়ে ক্যাসিনো কাণ্ডের হোতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো ব্যাপক অভিযান চালাচ্ছিল, তখনই নিজেকে রক্ষায় দেশ ছেড়েছিল চট্টগ্রামের ‌‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিতি পাওয়া হেলাল আকবর চৌধুরী বাবর।  ওমর ফারুকের নেতৃত্বাধীন কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক উপ সম্পাদক পরিচয়দানকারী হেলাল আকবর চৌধুরী বাবর আইনশঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে দীর্ঘদিন আরব আমিরাতে আত্মগোপনে ছিলেন।  চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ডামাডোলের মধ্যেই নিরবে চট্টগ্রামে ফেরেন এই আলোচিত মুখ যা অনেকের কাছেই ছিল অজানা।
কিন্তু হঠাৎ করেই গত ৩০ জানুয়ারি রাত ৯ টার দিকে বাবরের নন্দনকাননের বাসায় গিয়ে হাজির হন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য ও সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  উপমন্ত্রীর সাথে ঘণিষ্ঠভাবে নিজের ঘরে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে শেয়ার করার পর থেকেই মূলত বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারে।
চট্টগ্রামের আলোচিত সিআরবির জোড়া খুনসহ বিভিন্ন কারণে সমালোচিত এই ‘যুবলীগ নেতা’ নানান কারণে বছর জুড়েই আলোচনায় থাকে।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি রাত ৯ টার দিকে হেলাল আকবর চৌধুরী বাবরের নন্দনকাননের বাসায় গেলে শিক্ষা উপমন্ত্রী নওফেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাবর ও তার স্ত্রী।  একঘন্টারও বেশি সময় ধরে বাবরের বাসায় অবস্থান করে সেখানে রাতের খাবারও গ্রহণ করেন উপমন্ত্রী।
দীর্ঘদিন আত্মরক্ষার্থে দীর্ঘদিন বিদেশে থাকা বাবর নিজের বাসায় শিক্ষা উপমন্ত্রীকে দাওয়াত করেছিলেন।  সেই দাওয়াত গ্রহণ করায় স্বাভাবিকভাবেই অনেকটা উচ্ছ্বসিত বাবর মন্ত্রীর সাথে কাটানো মূহুর্তগুলোর বেশ কিছু নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের নেতা, আমাদের অহংকার- ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’।  ছবিগুলোতে বেশ ঘরোয়া পরিবেশ শিক্ষা উপমন্ত্রীর সাথে সময় কাটাতে দেখা যায় বাবর ও তার পরিবারকে।  তার বাসায় রাতের খাবারও গ্রহণ করেন উপমন্ত্রী।
তবে, একজন উপমন্ত্রী এভাবে একজন তালিকাভুক্ত সন্ত্রাসীর ঘরে যাওয়া, শুভেচ্ছা বিনিময় করা এবং একসাথে বসে খাওয়া- এসব বিষয় নিয়ে বেশ হতাশা প্রকাশ করতে দেখা গেছে সচেতন মহলকে।  খোদ প্রধানমন্ত্রীই যেখানে যুবলীগ নামধারী নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, সেখানে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ব্যক্তিকে তার বাসায় গিয়ে শিক্ষা উপমন্ত্রী নওফেলের বরণ করে নেওয়ার ঘটনায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করছে।

ডিসি/এসআইকে/এমআরএ