শপথ নিলেন চসিক মেয়র-কাউন্সিলররা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সরকারিভাবে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় গণভবন থেকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে চসিকের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে শপথ নেন সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ আসনের ৪০ জন কাউন্সিলর।  তাদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।   স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চসিক মেয়র।
শপথ গ্রহণের পর মেয়র ও কাউন্সিলরবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।  আগামিকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকল কাউন্সিলরদের নিয়ে টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মেয়র রেজাউল করিম চৌধুরী।  আগামি শনিবার (১৩ ফেব্রুয়ারি) তারা চট্টগ্রামে ফিরবেন বলে জানা গেছে।

ডিসি/এসআইকে/এমএসএ