আমি আবেগ তাড়িত হই না, কাজে বিশ্বাসী : রেজাউল

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম  >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘কথার ফুলঝুড়ি নয়, নগরবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে পরিকল্পিত নগর করতে চাই।  আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে সংবর্ধনা ও মিট দ্যা প্রেস অনুষ্ঠানে চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা সিজেএফডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, মেয়রকে প্রাধান্য ও কর্তৃত্বের সুযোগ দিতে হবে।  ওয়াসা, টিঅ্যান্ডটি, গণপূর্তসহ অন্যান্য প্রতিষ্ঠানকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে।  তবেই অনেক সমস্য দ্রুত সমাধান করা যাবে।  এ ক্ষেত্রে ৫ বছরের মধ্যে শতভাগ না হলেও ৮০ ভাগ কাজের সুফল পাবে নগরবাসী।  এ জন্য নগরের উন্নয়ন ও কল্যাণে সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
সিজেএফডির সভাপতি শাহেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিজেএফডির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহীন উল ইসলাম চৌধুরী।
প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক চৌধুরী, সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মামুন আবদুল্লাহ, তৌহিদুর রহমান, চসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হক, নগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য আসহাব রসুল চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম. আর আজিম, সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র রেজাউল করিম বলেন, আমি আবেগ তাড়িত হই না, কাজে বিশ্বাসী। শহরে মশার উপদ্রব বেড়ে গেছে।  একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা-ঘাটগুলো মেরামত করা জরুরি।  প্রভাবশালীরা খাল ও নালাগুলো দখল করে রেখেছে।  যতই প্রভাবশালী হোক দখলমুক্ত করে পানি চলাচলে ব্যবস্থা করা হবে।

ডিসি/এসআইকে/এমআর