চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘বিলুপ্তপ্রায়’ সাম্বার হরিণ শাবক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দেশের চিড়িয়াখানার মধ্যে একমাত্র চট্টগ্রামে থাকা সাম্বার হরিণ নতুন শাবক জন্ম দিয়েছে। এটিসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘বিলুপ্ত প্রজাতির’ সাম্ভার হরিণের সংখ্যা দাঁড়াল ছয়।
সোমবার (২২ নভেম্বর) বিকালে শাবকটির জন্ম হয়েছে জানিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, বর্তমানে শাবকটি ও তার মা সুস্থ আছে। মায়ের সাথে থাকায় এখনও লিঙ্গ নির্ধারণ করা যায়নি।
তিনি জানান, সাম্বার হরিণ এ উপমহাদেশের সবচেয়ে বড় হরিণ। বর্তমানে এ প্রজাতির হরিণ প্রায় বিলুপ্ত।
সাম্ভার হরিণের গড় আয়ু ২৫ বছর। তিন বছর বয়সে সেগুলো প্রজননক্ষম হয়। সাত থেকে আট মাস গর্ভধারণের পর বাচ্চা প্রসব করে। এ শাবকগুলো ছয় মাস বয়স পর্যন্ত মায়ের সঙ্গে থাকে এবং দুধ পান করে। সাম্বার হরিণ ছাড়াও চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও চারটি মায়া হরিণ ও ২৭টি চিত্রা হরিণ রয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে একটি সাম্ভার হরিণের জন্ম হয়েছিল।

ডিসি/এসআইকে/আরসি