চট্টগ্রামে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
স্থানীয় পর্যায়ে শিশু সাংবাদিকতার বিকাশ এবং বাড়ন্ত কিশোর-কিশোরী ও যুবজনগোষ্ঠীকে তাদের নিজস্ব কমিউনিটি, সমাজ ব্যবস্থা, শিশু অধিকার বাস্তবায়ন, নাগরিক অধিকার নিশ্চিতকরণে অ্যাডভোকেসীসহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান ও সম্পৃক্ততা বাড়ানো এবং বিদ্যমান নানান সমস্যা-সম্ভাবনা স্থানীয় প্রশাসন, জনগোষ্ঠী এবং রাষ্ট্রকে অবহিত করার মানুসে চট্টগ্রামে দুইদিনব্যাপি শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
১৯-২০ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ণফুলী আরবান প্রোগ্রাম কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক ছিলেন ভোরের আলো’র প্রতিষ্ঠাতা, দৈনিক চট্টগ্রাম এর প্রধান প্রতিবেদক মো. শফিকুল ইসলাম খান।
নগরের বাকলিয়াস্থ বউ বাজারের রাবেয়া মঞ্জিলে অনুষ্ঠিত সাংবাদিকতা প্রশিক্ষণে শিশু ফোরামের নেতৃত্বে থাকা কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।
৪ নম্বর ওয়ার্ডস্থ চান্দগাঁও এর অগ্রণী বার্তা, অগ্রজাগরণ ও মানবছায়া শিশু ফোরামের ২০ জন কিশোর-কিশোরী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে ফটো সাংবাদিকতার আদোপান্ত এবং ছবি তোলার নানান কলাকৌশল সম্পর্কে ধারণা দেন ফটো সাংবাদিক জায়েদ তালুকদার।
দুইদিনব্যাপি এ প্রশিক্ষণে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন কর্ণফুলী আরবান প্রোগ্রামের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার।

ডিসি/এসআইকে/আরএআর