মানুষ চরম অসহায় অবস্থায় জীবনযাপন করছে : ডা. শাহাদাত

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম অসহায়।  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ সবকিছুই দ্বিগুণ থেকে তিনগুণে উঠেছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং মাছ-মাংস সবকিছুতেই আজ চরম ঊর্ধ্বগতি। মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করছে।
রবিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ নম্বর ওয়ার্ডের ‌‘এ’ ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দেশে এখন চুরি, ডাকাতি বেড়ে গেছে।  মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে।  গতকাল এটিএম বুথের টাকা উঠাতে গিয়ে ছিনতাইকারীর হাতে মৃত্যু হয়েছে।  সন্ত্রাসীদের চাঁদাবাজিতে নগরবাসী অতিষ্ঠ।
পরে ওই ইউনিটের সম্মেলনে আব্দুল মান্নানকে সভাপতি, আবদুস শুকুরকে সাধারণ সম্পাদক এবং মো. আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি ঘোষণা করা হয়।

ডিসি/এসআইকে/আরএআর