ব্যবসায়ী অপহরণ : পরিকল্পনাকারী গ্রেফতার, অপহৃত ব্যবসায়ী উদ্ধার

অপহরণকারী মো. সরোয়ার হোসেন প্রকাশ মানিক।

নিজস্ব প্রতিবেদক>>

গত ৬ জানুয়ারি চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানাধীন ঈদগাঁহ থেকে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের মূল পরিকল্পনাকারীকেও গ্রেফতার করা হয়। অপহৃত ব্যবসায়ী আবু তাহের (৪৫) ঈদগাঁহ এলাকার বাসিন্দা। অন্যদিকে অপহরণকারী মো. সরোয়ার হোসেন প্রকাশ মানিক (২৩)। তাকে মিরসরাই থেকে গ্রেফতার করা হয়।

সিএমপি সূত্রে জানা গেছে, অপহৃত ব্যবসায়ীর স্ত্রী উম্মে সালমা (৩২) ডাবলমরিং থানায় ৭ জানুয়ারি অভিযোগ করেন, গত ৬ জানুয়ারি ভোর ৫টা ৫০ মিনিটে ব্যবসায়ী আবু তাহের (৪৫) ফজরের নামাজ আদায় করার জন্য ঈদগাঁহ কাঁচা রাস্তার মোড়ের মসজিদ আল ইব্রাহীম এর উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ঈদগাঁহ কাঁচা রাস্তার মাথার মাহাদি স্টোর নামের মুদির দোকানের সামনে রাস্তার উপর পৌঁছামাত্র আগে থেকে ওতঁপেতে থাকা আসামিরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আবু তাহের (৪৫)’কে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে মুক্তিপণ হিসেবে ৬৫ লক্ষ টাকা দাবি করে।

অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে (মামলা নং-১১) উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুল হাসান এর নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কামরুল ইসলামের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) এর নেতৃত্বে ডাবলমরিং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জমির উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা শুরু করেন। এক পর্যায়ে ৭ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সড়ক থেকে অপহরণের মূল পরিকল্পনাকারী মো. সরোয়ার হোসেন প্রকাশ মানিক (২৩)’কে গ্রেফতার করে। পরে অপহৃত ব্যবসায়ী আবু তাহের (৪৫)’কেও অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার, অপহরণ কাজে ব্যবহৃত গাড়ি, অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে দায়ত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।

ডিসি/এসআইকে/নুউ