ব্যাগ টানা পার্টির ২ সদস্য গ্রেফতার : অস্ত্র মোবাইল কম্পিউটার ও অটোরিকশা জব্দ

গ্রেফতারকৃত ব্যাগটানা পার্টির তিন সদস্য (জ্যাকেট পরিহিত অগ্রভাগের তিনজন)

নিজস্ব প্রতিবেদক >>>
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)ডবলমুরিং থানা পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ব্যবহার করে পথচারীদের ব্যাগ টানা পার্টির ২ সদস্য গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকেেএকটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও গুলি, ৬টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১৭টি ব্যাগ এবং ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।বৃহস্পতিবার রাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এই তথ্য জানা গেছে।
সিএমপি জানিয়েছে, গত ৬ জানুয়ারি সকাল ৮ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা হতে রিক্সাযোগে আগ্রাবাদ বাদামতলী মোড়ের দিকে যাচ্ছিলেন মাহফুজা আলম প্রিমা নামের েএক নারী পথচারী। সকাল ৮ টা ৫০ মিনিটে তিনি ঘটনাস্থল জাম্বুরী পার্ক এর সামনে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশা থেকে আচমকা অটোরিকশার চালকসহ মোট তিন জন ওই নারীর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী নারী ঘটনার বিষয়টি দ্রুত ডাবলমুরিং থানাকে লিখিতভাবে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ এর নির্দেশে অভিযানে নামে ডাবলমুরিং থানা পুলিশ। সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে ডাবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোহাম্মদ জহির হোসেন, এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালান। ৮ জানুয়ারি দুপুর ২ টা ২০ মিনিটে আগ্রাবাদ এক্সেস রোডস্থ বেপারীপাড়া মোড় হতে ছিনতাকারী মো. এসকান্দর আলম (২৯) ও মো. সজল মিয়া (২৩) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে অপর ছিনতাইকারী জয়নাল আবেদীন জুয়েলকে কোতোয়ালী থানাধীন রেয়াজ উদ্দিন বাজার হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে ভুক্তভোগী নারীর মোবাইল ফোন সেট ও লেডিস ব্যাগসহ বিভিন্ন ঘটনায় লুন্ঠিত আরো ১৭টি ব্যাগ, ৫টি মোবাইল সেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের সনাক্তমতে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করে পুলিশ। সেই অটোরিকশার ড্রাইভিং সীটের নীচ থেকে তল্লাশি চালিয়ে রক্ষিত একটি দেশীয় বন্দুক (এলজি) ও গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, ছিনতাইকালে তাঁর ব্যাগে নগদ ১২ হাজার টাকা, ১টি এমআই (সাওমি) এ-২ মডেলের মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, জাতীয় পরিচয়পত্র, ২টি ডেবিট কার্ড, ১টি ক্রেডিট কার্ড, ১টি রাউডার, এবং ১টি ডেলটা লাইফ ইন্সুরেন্স এর কার্ডসহ অফিসিয়াল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে সিএমপি জানিয়েছে।

ডিসি/এসআইকে/ররা