চট্টগ্রামের প্রথম ইলেকট্রিক ওভারপাস খুলবে ৩০ জানুয়ারি

ইসলাম শফিক, প্রধান প্রতিবেদক >>>
চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ইলেকট্রিক ফুট ওভারপাস। সড়ক পারাপারে উভয়পাশে চলন্ত সিড়ি এবং পায়ে হাঁটার লোহার সিড়ির ব্যবস্থা রেখে স্থাপন করা হয়েছে এই ফুট ওভারপাস। জনসাধারণের জন্য ওভারপাসটি আগামি ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল চারটায় খুলে দেয়া হবে। এটি স্থাপন করা হয়েছে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ওভারপাসটি স্থাপনে খরচ হচ্ছে প্রায় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। এডিবির অর্থায়নে এটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিকের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ দৈনিক চট্টগ্রামকে জানান, চসিকের উদ্যোগে এডিবির অর্থায়নে এটি স্থাপন করা হয়েছে। প্রায় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির এই ইলেক্ট্রিক ব্রিজ স্থাপন করা হচ্ছে। আগামি ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এটির উদ্বোধন করবেন। এরপরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। চসিক সূত্রে জানা গেছে, এই ইলেক্ট্রিক ব্রিজটি দিয়ে অসুস্থ, প্রবীণ ব্যক্তিরা যাতে সহজেই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই সড়কটি পারাপার হতে পারেন সেই জন্যই এটি নির্মাণ করা হয়েছে। এটির কার্যকারিতার উপর ভিত্তি করে নগরীর আরো বেশকিছু স্পটে এই ধরণের ইলেকট্রিক সিড়িযুক্ত ওভারপাস নির্মাণ করা হবে।
চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, যানজট নিরসন, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিতকরণ এবং নগর আধুনিকায়নের লক্ষ্যে এটি স্থাপন করা হয়েছে। এরকম আরো গুরুত্বপূর্ণ ১৯টি স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। এসব ফুট ওভারব্রিজ নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পাবে; নিশ্চিত হবে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার।
চসিক সূত্র জানায়, ইতোমধ্যে চলন্ত সিঁড়িযুক্ত পাঁচটি ওভারপাসের স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু ডিগ্রি কলেজের সামনে, নিউ মার্কেট মোড়, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের সামনে ও জিইসি মোড়। এছাড়াও দীর্ঘ দিন ধরে নিউ মার্কেট ও মিউনিসিপ্যাল স্কুলের সামনে অব্যবহৃত ওভারপাস দু’টিও অপসারণ করা হবে।চসিক সূত্রে জানা গেছে, এই ধরণের অত্যাধুনিক ১৯টি ইলেক্ট্রিক ওভারপাস নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি টাকা। মোট তিনটি প্রকল্পের আওতায় এসব ওভারপাস নির্মাণ করা হবে। প্রকল্প তিনটি হলো চসিকের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ সংস্কার, নগর অবকাঠামো উন্নয়ন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এগুলোর মধ্যে ‘চসিকের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ সংস্কার’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে চলন্ত সিঁড়িযুক্ত চারটি ওভারব্রিজ। এতে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৬০ লাখ টাকা। ‘নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৩১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এস্কেলেটরসহ সাতটি ফুট ওভারপাস। এছাড়াও একই প্রকল্পের আওতায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এস্কেলেটরবিহীন আরও সাতটি ফুট ওভারপাস। একটি এস্কেলেটরসহ ফুট ওভারপাস নির্মাণ করা হবে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায়। এটিতে ব্যয় হবে ৪ কোটি টাকা।

ডিসি/এসআইকে/আইএস