বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে শেখ রাসেল পার্ক ও স্মৃতিসৌধ

ওয়ার্ডের আকর্ষণীয় পর্যটন স্পট হতে যাচ্ছে শেখ রাসেল শিশু পার্ক।

উম্মে সালমা, নগর প্রতিবেদক >>>
নগরীল ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে নবনির্মিত বৃহত ও আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত শেখ রাসেল শিশুপার্ক ও স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং এডিবির সহায়তায় নির্মিত পার্কটি হতে যাচ্ছে চট্টগ্রাম নগরীর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বৃহত পার্ক। এটির মধ্যেই রয়েছে সুনিপূণ স্থাপত্যশৈলীতে নির্মিত স্মৃতিসৌধও। পার্কটি চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের শাহাজাহান মাঠের পাশে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে যাদুঘর সংলগ্ন এলাকাটিকে ঘিরে তৈরি করা হয়েছে। এছাড়াও টাইগারপাস থেকে জাকির হোসেন সড়ক পর্যন্ত সংযোগ সড়কটি (আমবাগান সড়ক) প্রশস্ত করা হয়েছে। ফলে নগরীর যে কোনো স্থান থেকেই পর্যটকেরা পার্কটিতে আসতে পারবেন। এটি সবার জন্য উন্মুক্ত একটি পর্যটন স্পট হিসেবে ব্যবহার হবে বলে জানা গেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আধুনিক পাহাড়তলী ওয়ার্ড গঠনের কারিগর কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। তিনি দৈনিক চট্টগ্রামকে জানিয়েছেন, আগামি ৩০ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন করা হবে। পার্কটিতে বিশালাকার উন্মক্ত মঞ্চ, কয়েকহাজার দর্শকের বসার ব্যবস্থা, শিল্পীদের জন্য আলাদা ওয়াশরুম, চেঞ্চরুম, শিশুদের খেলার জায়গাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে পার্কটিতে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কটির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান ৪ বারের এই কাউন্সিলর।

ডিসি/এসআইকে/ইউএস