কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

মো. ইয়াছিন আরাফাত, নগর প্রতিনিধি >>>
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ প্যানেলের অ্যাডভোকেট ওমর ফারুক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ প্যানেলের মো. আনিসুর রহমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপি ভোটদান শেষে সন্ধ্যা ছয়টা নাগাদ ভোট গণনা শুরু হয়।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় চট্টগ্রামস্থ আগ্রাবাদ অবস্থিত কর আইনজীবী সমিতির সিজিও বিল্ডিং এ। নির্বাচন উপলক্ষে আশেপাশে সকাল থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে প্রার্থীদের সমর্থকরা অবস্থান নেয় কর আইনজীবী সমিতির গেটের সামনে। ফলাফল ঘোষণার পর সমর্থকরা বিজয়ীদের নিয়ে আনন্দ মিছিল বের করে।
গভীর রাতে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ফলাফলে দেখা যায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন প্রার্থী। তারমধ্যে বিজয়ী সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক পেয়েছেন ৯৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতিপ্রার্থী নিতাই চন্দ্র দাস পেয়েছেন ৬০২ ভোট, তৃতীয় প্রার্থী এনায়েত উল্লাহ পেয়েছেন ৫২৫ ভোট।
বিজয়ী সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান পেয়েছেন ৮২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইহতেছামুল আলম চৌধুরী (পাপু) পেয়েছেন ৭৪৪ ভোট। নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইফতেখার উদ্দিন (রাসেল), অর্থ সম্পাদক আক্তার উজ জামান (শিমুল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলমগীর, সমাজকল্যাণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এছাড়াও নির্বাচিত সদস্যরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন, মোস্তফা আজগর শরীফ, বেলায়েত হোসেন, মোহাম্মদ আবদুল মতিন, সঞ্জীবন চন্দ্র দাস, মো. আজমল হক মামুন, মোহাম্মদ আহসান সাঈদ, মোহাম্মদ ইলিয়াস এবং আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, প্রতি এক বছর পর পর চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন-পরবর্তী বিজয়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, আমরা বিজয়ী ও পরাজিত সবাই মিলে একসাথে কাজ করব। তারা জানান, আমরা কর আইনজীবীদের উন্নয়ন তথা কর আইনজীবীদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করবো।

ডিসি/এসআইকে/এমআইএ